1. admin@dailybartomandeshsongbad.com : admin :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপুর উপজেলায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা বালু খেকোদের কবল থেকে সোয়াম্প ফরেস্ট রাতারগুল রক্ষায় মানববন্ধন রাজশাহীতে মেয়েকে উত্তক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যার ঘটনায় আরও দুজন গ্রেপ্তার আহলা দরবার শরীফের যুব পরিষদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের গন জমায়েত জনসমুদ্রে পরিণত শ্রমিক নেতা বোবেল তালুকদারের অকাল মৃত্যুতে শোক প্রকাশ অবসরপ্রাপ্ত কাস্টমস পরিবারের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে নারী উত্ত্যক্তকারী দুই বখাটে গ্রেপ্তার ফিলিস্তিন গাজাঁয় ইসরাইলী গনহত্যার প্রতিবাদে আহলা দরবার শরীফের তীব্রনিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত বিরামপুরে জঙ্গলের মাঝে চুনের মেলা অনুষ্ঠিত

আহলা দরবার শরীফের যুব পরিষদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১০ বার পঠিত

এম,মছিবুর রহমান বাবুল উপজেলা প্রতিনিধি(চট্টগ্রাম
চট্টগ্রাম,বোয়াল খালি উপজেলাতে আহলা দরবার  শরীফের আধ্যাত্বিক সূফি সংগঠন আন্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া খিতাপচর শাখার অঙ্গ সংগঠন আন্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া যুব পরিষদ সমন্বয়ে  আন্জুমান ফোর্স বনাম আন্জুমান একাদশের মধ্যে প্রতি বছরের ন্যায় এবার ও এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। 

গতকাল(২৫ এপ্রিল) আন্তর্জাতিক পযার্য়ের আধ্যাত্বিক সংগঠন আন্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া আহলা দরবার শরীফ, বৃহত্তর  খিতাপচর শাখার আয়োজনে আন্জুমান ফোর্স বনাম আন্জুমান একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ উপলক্ষে আলোচনা সভা  সভাপতি নূরুল আলম এ্যানীর সভাপতিত্বে ঐতিহ্যবাহী শাকপুরা আদর্শ উচ্চ  বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়,পারভেজ আলম মাষ্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক জনাব সরোওয়াজ্জামান, এতে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় পরিষদের প্রচার সম্পাদক মোঃসাইফুদ্দীন,আন্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া খিতাপচর শাখার সিনিয়র সহ-সভাপতি  আবদুল আলম নিরব,শাখার সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সৈকত,সহ-সভাপতি আবদুল খালেক রুবেল, কর্মকর্তা শওকত হোসেন, সাফায়েত উল্লাহ খান জনি, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এম,মছিবুর রহমান বাবুল,লিটন,আবদুল খালেক ও আন্জুমানের সকল কর্মকর্তা সদস্য বৃন্দ,এবং মাঠ ভর্তি সুপ্রিয় দর্শক।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর