এম,মছিবুর রহমান বাবুল উপজেলা প্রতিনিধি(চট্টগ্রাম
চট্টগ্রাম,বোয়াল খালি উপজেলাতে আহলা দরবার শরীফের আধ্যাত্বিক সূফি সংগঠন আন্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া খিতাপচর শাখার অঙ্গ সংগঠন আন্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া যুব পরিষদ সমন্বয়ে আন্জুমান ফোর্স বনাম আন্জুমান একাদশের মধ্যে প্রতি বছরের ন্যায় এবার ও এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
গতকাল(২৫ এপ্রিল) আন্তর্জাতিক পযার্য়ের আধ্যাত্বিক সংগঠন আন্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া আহলা দরবার শরীফ, বৃহত্তর খিতাপচর শাখার আয়োজনে আন্জুমান ফোর্স বনাম আন্জুমান একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ উপলক্ষে আলোচনা সভা সভাপতি নূরুল আলম এ্যানীর সভাপতিত্বে ঐতিহ্যবাহী শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়,পারভেজ আলম মাষ্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক জনাব সরোওয়াজ্জামান, এতে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় পরিষদের প্রচার সম্পাদক মোঃসাইফুদ্দীন,আন্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া খিতাপচর শাখার সিনিয়র সহ-সভাপতি আবদুল আলম নিরব,শাখার সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সৈকত,সহ-সভাপতি আবদুল খালেক রুবেল, কর্মকর্তা শওকত হোসেন, সাফায়েত উল্লাহ খান জনি, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এম,মছিবুর রহমান বাবুল,লিটন,আবদুল খালেক ও আন্জুমানের সকল কর্মকর্তা সদস্য বৃন্দ,এবং মাঠ ভর্তি সুপ্রিয় দর্শক।