সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে ভালুকায় আনন্দ মিছিল করেছে উপজেলা, পৌর, সরকারি কলেজ ও সোনার বাংলা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
ভালুকা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠানের নেতৃত্বে সোমবার (৪ মার্চ) ভালুকায় এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় ভালুকা সরকারি কলেজের সদস্য সচিব মাহিদ আল হাসান মৃদুল, সোনার বাংলা ডিগ্রি কলেজের সদস্য সচিব ফরহাদ রেজা সহ উপজেলা, পৌর ও কলেজ শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নবগঠিত কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির সহ দায়িত্বপ্রাপ্ত সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে মিছিল ও বক্তব্য প্রদান করে নেতাকর্মীরা।