মোঃ নাজমুল ইসলাম,স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ গুরুত্বপূর্ণ সাংগঠনিক ইউনিট বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে ময়মনসিংহের ভালুকার তিনজন কৃতি শিক্ষার্থী যথাক্রমে আরাফাত সিদ্দিকী ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক,রাশেদ রুদ্র সহ-সভাপতি,শামসুজ্জামান পাঠান যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
২৪ আগস্ট জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।
উল্লেখ্য গত বছর ৩০ জুন মো.আবু হোরায়রা সভাপতি ও এম রাজিবুল ইসলাম তালুকদার বিন্দুকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়।
ভালুকার এ তিনজন বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাওয়ায় উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।