বিশেষ প্রতিনিধিঃ নিজের দীর্ঘ ক্যারিয়ারে অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। শ্রোতাদের জন্য নতুন চমক নিয়ে আসছেন সিফাত হাসান পূন্য তিনি বলেন, সংস্কৃতির অন্য সেক্টরে কাজ করলেও গানই আমার অস্তিত্ব! আমার প্রশান্তির জায়গা। নতুন গান প্রকাশের আনন্দ বরাবরই সন্তান জন্ম দেওয়ার অনুভূতি দেয়। আমার জানামতে ঐতিহ্যবাহী সব লোকেশন নিয়ে এভাবে কোনো গান এখনো প্রকাশিত হয়নি। এখন থেকে প্রতি মাসে একটি করে নতুন গান প্রকাশ করবো। এ গানের এজন্যই বেঁচে আছে সিফাত হাসান পূন্য। নিজের সুর তুলে দেওয়াটা ভীষণ আনন্দের। বিশ্বাস করি আমাদের প্রথম সৃষ্টি অধিকাংশ মানুষেরই ভালো লাগবে। মো:সিফাত হাসান (পূন্য), তিনি স্কাই লাইন মিউজিক ব্যান্ড এর প্রতিষ্ঠাতা। তিনি ২৮ জুলাই ২০২৩ ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনের মাধ্যমে স্কাইল্যান্ড মিউজিক ব্যান্ড এর শুভ সূচনা করেছেন। তিনি খুব শীঘ্রই একটি নতুন গান প্রকাশিত করবেন , গানটিতে গায়ক হিসেবে থাকবেন তিনি নিজেই। সুর এবং লিখেছেন তিনি নিজেই, এবং কি আরো জানা গিয়েছে খুব শীঘ্রই ওনার এই মিউজিক ব্যান্ড নিয়ে নতুন অনেক পরিকল্পনা চলছে।