নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে বৈশাখী মেলা পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক , বগুড়া জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।
বৃহস্পতিবার (২৪এপ্রিল) নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের গোপালপুর শ্রী শ্রী কালী মন্দিরের উদ্যোগে নন্দীগ্রাম উপজেলা বিএনপির নেতা কর্মীদের নিয়ে বৈশাখী মেলা পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন শেষে শ্রী কালী মন্দিরের সভাপতি শ্রী নির্মল চন্দ্রের সভাপতিত্বে প্রধান অতিথি বলেন, নন্দীগ্রামের মাটিতে ষড়যন্ত্রকারীদের ঠাঁই হবে না, এদেশ হিন্দু মুসলিম সকলের, সবাই মিলে সুন্দর একটি সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই, কেউ যদি আপনাদের বলে সংখ্যালঘু তাদের বলবেন আমরা সংখ্যালঘু নয় আমরা আপনাদের অলংকার হিসেবে আছি, এদেশ আপনার এ দেশ আমাদের আমরা একসাথে বসবাস করতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার ,সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, নন্দীগ্রাম পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার,নন্দীগ্রাম উপজেলার জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান,নন্দীগ্রাম সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী বারেক, ৪ নং থালতা মাজগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদ, সাধারণ সম্পাদক হাজী নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, যুবদল নেতা তুষার, মেম্বার সামছু এছাড়াও উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ ইউনিয়ন ও ওয়ার্ডের সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।