তৌহিদুল ইসলাম সরকার,স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের নান্দাইলে সুমন মিয়া (২৩)নামে বছর বয়সী এক যুবক বিষপানে আত্মহত্যা করছেন।
বৃহস্পতিবার (১০ আগষ্ঠ) রাত সাড়ে দশটায় বীরবেতাগৈর ইউনিয়নের বীরকামট খালী গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত সুমন মিয়া একই এলাকার মৃত মিয়া হোসেনের ২য় ছেলে।
স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায়,সুমন মিয়া রাজমিস্ত্রির কাজ করতো। সে খুব সহজ সরল ছিল। কারো সাথে ঝগড়াবিবাদ বা রাগারাগি করেনি।তবে তার মাঝে জিনের আছর ছিল। মাঝে মাঝে সে পাগলামি করতো। অজ্ঞাত কারণে সে বিষপান করে।
মৃত সুমন মিয়ার কাকা আব্দুল মোতালেব
বলেন,সে কি কারনে বিষপান করছে এইটা আমরা জানিনা। সুমন সাইটের কাজ শেষে বাজার করে বাড়িতে আসে। আমরা খাওয়া দাওয়া শেষ করে শোইবার
যাইয়াম এইসময় সুমনের মা চিৎকার দিছে সুমন বিষ খাইছে। আমরা দৌড়ে গিয়ে দেখি তার দম নাই,মারা গেছে।
স্থানীয় ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.আজিজুল হক বলেন,সুমনের আত্নহত্যার খবর পেয়ে তাদের বাড়িতে গিয়েছি। তবে সুমন কি কারনে আত্নহত্যা করছে তা জানা যায়নি। পরিবারের সবাই বলছে, তার উপর জ্বিনের আছর ছিল।
নান্দাইল মডেল থানার
(ওসি) রাশেদুজ্জামান রাশেদ বলেন,মায়ের সাথে কথা কাটাকাটি করে সুমন বিষপানে বাড়িতে আত্নহত্যা করে। লাশের
সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে।আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।