সন্দ্বীপ (চট্টগ্রাম) সংবাদদাতা
বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) সন্দ্বীপ কেন্দ্রের উদ্যোগে স্থানীয় নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে হাঁস-মুরগি পালনের উপর একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। ৭ ও ৮ এপ্রিল শিবের হাট কার্যালয়ে এবং ৯ ও ১০ এপ্রিল এনাম নাহার মোড় কার্যালয়ে দুইটি ব্যাচে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মাইটভাঙ্গা, সারিকাইত, মগধরা, হারামিয়া ও মুছাপুর ইউনিয়নের মোট ৪০ জন নারী উদ্যোক্তা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল নারীদের আয়বর্ধক কর্মকাণ্ডে দক্ষ করে তোলা, যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারেন এবং পরিবারে আর্থিকভাবে অবদান রাখতে পারেন।
প্রশিক্ষণের প্রধান রিসোর্স পারসন ছিলেন সন্দ্বীপ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আলী আজম। প্রশিক্ষণ পরিচালনা করেন উন্নয়ন কর্মকর্তা শাহেনা বেগম এবং স্বাগত বক্তব্য রাখেন বিএনপিএস সন্দ্বীপ কেন্দ্রের ব্যবস্থাপক মোঃ শামসুদ্দিন।
প্রশিক্ষণার্থীদের মধ্যে আলোচনায় অংশ নেন সাহেদা বেগম ও কোহিনুর বেগম। তারা জানান, এই প্রশিক্ষণ আমাদের চোখ খুলে দিয়েছে। আগে আমরা অনেক ভুল পদ্ধতিতে হাঁস-মুরগি পালন করতাম। কখনো টিকা দিতাম না, চিকিৎসার ব্যবস্থা করতাম না, ফলে আমাদের হাঁস-মুরগি অনেক সময়েই মারা যেত। এখন আমরা বুঝতে পারছি সঠিক যত্ন, টিকা ও চিকিৎসার গুরুত্ব কতটা।
প্রশিক্ষণের মূল বিষয়বস্তু ছিল হাঁস-মুরগি ও গবাদি পশুর পরিচর্যা, নিয়মিত টিকা প্রদান, কৃমিনাশক ওষুধ প্রয়োগের পদ্ধতি, সঠিক খাদ্য ব্যবস্থাপনা এবং ওষুধ ব্যবহারের নিয়মাবলি। অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে প্রশিক্ষণ শেষে প্রত্যেককে ২০টি করে মুরগি প্রদান করা হয়, যাতে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন করতে পারেন।