1. admin@dailybartomandeshsongbad.com : admin :
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরে স্ত্রীকে অশালীন অঙ্গভঙ্গি ও মন্তব্যের প্রতিবাদ করায় স্বামীসহ তিনজনের ওপর হামলা কবিরাজি চিকিৎসার নামে আদিবাসী মেয়েকে ধর্ষণ  সখিপুরে সুমি আক্তার ৫ দিন ধরে বিয়ের দাবিতে অনশন করার পরেও বিয়ে করতে ব্যর্থ হলেন প্রেমিক ইমনকে দুর্গাপুর উপজেলায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা বালু খেকোদের কবল থেকে সোয়াম্প ফরেস্ট রাতারগুল রক্ষায় মানববন্ধন রাজশাহীতে মেয়েকে উত্তক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যার ঘটনায় আরও দুজন গ্রেপ্তার আহলা দরবার শরীফের যুব পরিষদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের গন জমায়েত জনসমুদ্রে পরিণত শ্রমিক নেতা বোবেল তালুকদারের অকাল মৃত্যুতে শোক প্রকাশ অবসরপ্রাপ্ত কাস্টমস পরিবারের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিরামপুরে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন কাছে রাখায় বহিষ্কার -১ অনুপস্থিত-৫৬

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৯ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর উপজেলায় এসএসসি, দাখিল (সমমান) পরীক্ষায় প্রথম দিনে ২ হাজার ৩২৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন এবং পরীক্ষা কেন্দ্রে এন্ড্রয়েড মোবাইল ফোন কাছে রাখায় ১ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় বিরামপুর উপজেলায় অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় মোট ৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ১ হাজার ৫৮৬ জনের মধ্যে ১৬ জন, দাখিল পরীক্ষার্থী ৪০২ জনের মধ্যে ৩৯ জন ও ভোকেশনাল পরীক্ষার ৩৩৯ জনের মধ্যে ১ জন অনুপস্থিত ছিলেন বলে নিশ্চিত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস । এছাড়াও দাখিল পরীক্ষা কেন্দ্রে এন্ড্রয়েড মোবাইল ফোন কাছে রাখায় ১ জন শিক্ষার্থীকে বহিষ্কৃত করা হয়েছে বলে জানিয়েছেন বিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

জানা যায়, উপজেলার ৬ টি কেন্দ্রের মধ্যে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়,একইর মঙ্গলপুর উচ্চ বিদ্যালয়,কাটলা উচ্চ বিদ্যালয় ও বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ ৪ টি কেন্দ্রে এসএসসি ও সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট কেন্দ্রে এসএসসি ভোকেশনাল এবং চাদঁপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়।প্রথম দিনে দাখিল পরীক্ষার্থীদের কোরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা চলাকালীন সময়ে চাদঁপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী এন্ড্রয়েড মোবাইল ফোন কাছে রাখায় তাকে বহিষ্কার করা হয়েছে।এছাড়া ৬ টি কেন্দ্রে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। এছাড়াও উপজেলা প্রশাসনের কর্তৃক পরীক্ষা কেন্দ্রের নির্দিষ্ট দূরত্বে ১৪৪ ধারা জারি ছিল।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল বলেন, একজন পরীক্ষার্থীর কাছে এন্ড্রয়েড মোবাইল ফোন পাওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করে।প্রথম দিনের পরীক্ষায় নানা কারণে মোট ৫৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর