সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে “বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ি, নিজেকে গড়ী” এর বাস্তবায়ন কার্যক্রমের উদ্ভোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে ভালুকা হালিমুনন্নেছা চৌধুরানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ। জাতির পিতার চেতনাকে জাগ্রত করণে জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান উদ্ভাবনী উদ্যোগে এর আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন হালিমুনন্নেছা চৌধুরানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনা,মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বই পড়ার মাধ্যমে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী সম্পর্কে জ্ঞান অর্জনের নানা নির্দেশনা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক আফতাব উদ্দিন মাহবুব, অভিভাবক প্রতিনিধি মোঃ ইমান আলী,অভিভাবক প্রতিনিধি আজিজুল হক ঢালী, অভিভাবক প্রতিনিধি মোঃ জহিরুল ইসলাম,অএ বিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা বৃন্দ সহ প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক গন এসময় উপস্থিত ছিলেন।