সাইফুল ইসলাম ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি:
অধিকার,সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” স্লোগানে ময়মনসিংহের ভালুকায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালি আলোচনা সভা ও
হতদরিদ্র অসহায় রোগীদের চিকিৎসা অর্থ প্রধান করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে এর আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে পূনরায় উপজেলা পরিষদ হলরুমে মিলিত হয়। পরে এক আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ।
এসময় আলোচনা সভায় বক্তারা নারীর ক্ষমতায়ন, নারীর উন্নয়ন বিষয়ে বিভিন্ন বিষয় আলোচনা করেন।