সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় আয়ূর্বেদিক ঔষধালয় রোগীদের বিনা মূল্যে চিকিৎসা সেবা দেন কবিরাজ হাফেজ মোঃ আব্দুর সবুর।
উপজেলার ধীতপুর শান্তিগঞ্জ বাজার ইসলামী সংলগ্ন নারী পুরুষ সকল প্রকার বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হয়।
এসময় কবিরাজ হাফেজ মোঃ আব্দুর সবুর বলেন আমার এখানে জেলা উপজেলা বিভিন্ন যায়গা থেকে নারী পুরুষ রোগী আসে এসময় বিভিন্ন সমস্যা রোগীদের কথা বার্তা শুনে চিকিৎসা সেবা প্রধান করি। তিনি আরও বলেন এখানে আমি যে ধরনের নারী পুরুষ রোগীদের সেবা দিয়ে থাকি বিষ ব্যাথা, বাত ব্যাথা,অর্দঙ্গ, জন্ডিস,ধাতু দুর্বলতা,দাঁত ব্যাথা,হাপানি,এবং চর্ম,যৌন রোগীগের বিভিন্ন রোগীদের চিকিৎসা দিয়ে থাকি।
কয়েকজন রোগী সাক্ষাৎকার বলেন আমারা অনেক দূর থেকে এসেছি যে রোগের সমস্যার জন্য এসেছি কবিরাজ হাফেজ মোঃ আব্দুর সবুর হুজুরের চিকিৎসায় এখন সম্পূর্ণ সুস্থ আছি।
ঠিকানা উপজেলা ধীতপুর শান্তিগঞ্জ ইসলামী ব্যাংক সংলগ্ন আব্দুল সবুর ঔষধালয়ের কার্যালয় অফিস।
মোবাইলঃ 01728087295