বিশেষ প্রতিনিধিঃ সাইফুল ইসলাম
ময়মনসিংহের ভালুকায় উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ আগষ্ট) শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু,সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ,পৌর মেয়র ডাঃ এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম,মহিলা ভাইস চেয়ারম্যান ড.সেলিনা রশিদ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার,উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হাসানুল হোসেন,ডাঃ জয় সরকার,ভালুকা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ওমর হায়াৎ খান নঈম,উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মিজানুর রহমান মিজান,সিনিয়র স্টাফ নার্স এবং অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন । সভায় সঞ্চালনা করেন এইচ আই আঃ মতিন।
পরে সভাশেষে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি এ সময় হাসপাতালের রোগীদের সেবা নিতে আসা সার্বিক খোঁজ খবর নেন।
মানুষ যেন সঠিক সেবা পায় সে বিষয়ে নির্দেশনা প্রদান করেন।