সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সহ-সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব জানান, সুযোগ পেলে তিনি ভালুকাকে নিরাপদ ও একটি আধুনিক এলাকা হিসেবে গড়ে তুলতে চান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ১৫ বছর নিয়ে ১১ অক্টোবর বুধবার দুপুরে ময়মনসিংহের ভালুকায় বাসস্ট্যান্ড সংলগ্ন সিটি গার্ডেন-২ হোটেলে সাংবাদিকদের সাথে মত বিনিমিয় কালে তিনি এ কথা বলেন। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে, ময়মনসিংহ-১১ ভালুকা আসনে আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী বিপ্লব বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, মানুষ শান্তিতে থাকে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আঃ ওয়াদুদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম জাকারিয়া প্রমূখ। এছাড়াও আওয়ামীলীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানয়ি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ এসময় উপস্থিত ছিলেন।