সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় এল স্কোয়ার নীট কম্পোজিট
নামের একটি কারখানায় অক্সিজেন স্বল্পতার কারণে হঠাৎ ৬২ শ্রমিক অসুস্থ হয়ে পরেছে।
বৃহস্পতিবার সকালে হবিরবাড়ী এলাকায় এল স্কোয়ার নীট কম্পোজিট কারখানায় শ্রমিক অসুস্থ হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। ময়মনসিংহ শিল্পপুলিশের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। পুলিশ ধারণা করছে কারখানার একটি কক্ষে অক্সিজেন স্বল্পতার কারণে এমন ঘটনা ঘটতে পারে। অসুস্থদের মধ্যে ৩৫ জন ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বাকীরা স্থানীয় পপুলার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে এ ঘটনায় গণমাধ্যম কর্মীদের কোনো তথ্য দিতে রাজি হয়নি কারখানা কর্তৃপক্ষ।