সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় এসএসসি,দাখিল,এইচএসসি ও আলিম পর্যায়ে জিপিএ-৫ ও প্রাথমিক বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে।
সোমবার সকালে মেজর আফসার উদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা চত্তরে ২০১৯ থেকে ২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাঝে ওই সংবর্ধনা দেওয়া হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজীম উদ্দিন আহমেদ ধনু।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ভালুকা সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক আ.ন.ম শাহাদাত হোসেন, এডভোকেট শওকত আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মাধ্যমিক শিক্ষা জিল্লুর রহমানসহ আরো অনেকে। অনুষ্ঠানে প্রাথমিকসহ বত্রিশ'শ উনআশি জন জিপিএ-৫ ও প্রাথমিক বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা সনদ দেওয়া হয়েছে।