সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় একটি ভাড়া বাসায় কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে মা ও দুই শিশু বাচ্চা দগ্ধ হয়েছে।
রবিবার ভোরে পৌরসভার তোতাখাঁর ভিটার সাত্তার মাস্টারের বাড়ীতে ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, রাতে ঘুমানোর সময় জ্বালানো কয়েলের আগুন ঘরের চারদিকে ছড়িয়ে পরে।
স্থানীরা খবর দিলে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, খবর পেয়ে দগ্ধ অবস্থায় মনি ও তার দুই সন্তান সাত বছরের জাফরান ও আট মাসের মায়ানকে উদ্ধার করে প্রথমে ভালুকা সরকারি হাসপাতাল ও পরে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করেন।