সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় মুন্নি(১৪) নামে একটি কিশোরীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কিশোরীর মাতা মোছা: নাজমিন বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মোছাঃ মুন্নী(১৪)কে বিগত এক বছর যাবত মো: রাব্বি নামে এক তরুণ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। প্রস্তাবে মোছা: মুন্নী রাজি না হওয়ায় মো: রাব্বি(১৮), রহুল আমিন, মোছাঃ রুবিনা সহ অজ্ঞাত ২/৩ জন শনিবার সন্ধ্যায় ইফতার শেষে মোছাঃ মুন্নীকে অপহরণ করেন।
উক্ত ঘটনায় মোছাঃ মুন্নীর মাতা মোছাঃ নাজমিন জানান,দীর্ঘদিন যাবত আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল রাব্বি। আমার মেয়ে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শনিবার সন্ধ্যায় রাব্বি আমার মেয়ে মুন্নিকে অপহরণ করে।
এ ঘটনায় ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, উক্ত ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি,অভিযোগের ভিত্তিতে তদন্ত পূর্বক আইনগত প্রয়োজনীয় ব্যবস্থার গ্রহণ করা হবে