বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় বিএনপির ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দলীয় কার্যালয়ের সামনে মহাসড়ক অবরোধ করে র্যালী বের করে বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা।
এসময় বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করে গাড়ী ভাংচুর ও নাশকতা সৃষ্টির করে তারা। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, নাশকতা সৃষ্টি ও গাড়ী ভাংচুর করার অভিযোগে তাদের আটক করা হয়েছে।
দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় ৩১জনকে আসামী করে ভালুকা মডেল থানায় মামলা হলে ৯জন আটক হয়েছে।