ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ঈদুল ফিতরের উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় বিরুনীয়া বাজার দাখিল মাদ্রাসা মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যা ৭টা উপজেলা বিরুনীয়া বাজার দাখিল মাদ্রাসা মাঠে ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ দক্ষিণ জেলা যুব দলের সহ প্রবাসী কল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও বিরুনীয়া ইউনিয়ন ছাত্র দলের সহ সভাপতি আলামিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেএকোনা ডিবি ওসি সায়েদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বিরুনীয়া ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সবুজ,বিরুনীয়া ইউনিয়ন যুবদল নেতা কবির হোসেন,ইঞ্জিনিয়ার
বাকীর আসরাফী পলাশ,বিরুনীয়া ইউনিয়ন যুবদল নেতা কাজল রানা, যুবদল নেতা নজরুল ইসলাম,
যুবদল নেতা সাজাহান,যুবদল নেতা এরশাদ,
ব্যবসায়ী জুয়েল,যুবনেতা আতিকুল,
যুবনেতা রিটন,বিএনপি নেতা সোহরাব,
যুবদল নেতা আলফাজ,ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহব্বায়ক নাজমুল হাসান মানিক সহ আরো অনেকেই।
খেলায় অবিবাহিত সিফাত বনাম বিবাহিত আহাম্মদ আলী অংশ নেয়।এতে দুই পয়েন্ট বেশি পেয়ে বিজীয় হন বিবাহিত আহাম্মদ আলীর দল।
পরে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন।
খেলা দেখতে আসা স্থানীয় দর্শকরা জানান, স্থানীয়দের উদ্যোগে ঐতিহ্যবাহী এই খেলা দেখতে পেরে তারা খুব আনন্দিত ও খেলাটিকে ধরে রাখার আহ্বান তাদের।