সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় ছাত্রদলের কেন্দ্রীয় নবগঠিত কমিটির স্বাগত জানিয়ে উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল করেছে।
সোমবার বিকেলে ঢাকা ময়মনসিংহ মহা সড়কে উপজেলার ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নবগঠিত কমিটির নতুন নেতৃত্বে সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সহ দায়িত্বপ্রাপ্ত সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ভালুকা উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ শরিফ হাসানের নেতৃত্বে ছাত্রদল নেতাকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আনন্দ মিছিল করে। এসময় আনন্দ মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।