সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ আজ ১৭ মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে এতিম শিশুদের সাথে কেক কাটা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার উপজেলার প্রশাসন এর আয়োজনে হবিরবাড়ী মুসলিম এতিমখানায় জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এতিম শিশুদের সাথে কেক কাটা ও ইফতার মাহফিল আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী নূর খান, ভালুকা মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ, এতিমখানার মুফতি,এতিমখানার শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
পরে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী নূর খান ও ভালুকা মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ এসময় কেকে কেটে এতিম শিশুদের মুখে মিস্টি তুলে দেন, পরে এতিম শিশুদের সাথে ইফতার মাহফিল মধ্য দিয়ে শেষ হয়।