ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০মার্চ) সকালে উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদে’র সভাপতিত্বে স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ ভাবে পালনের লক্ষ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবাহক সালাহ উদ্দিন আহম্মেদ,যুগ্ন-আহবাহক মজিবুর রহমান মজু,যুগ্ন-আহবাহক রুহুল আমীন,ভালুকা উপজেলা জামায়েতের আমির সাইফউল্লা পাঠান ফজলু, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক রাকিবু্ল হাসান রাসেল, মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন।
এছাড়া মুক্তিযোদ্ধা সহ রাজনৈতিক অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রশাসনিক কর্মকর্তা ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন কর্মীগন উপস্থিত ছিলেন।