1. admin@dailybartomandeshsongbad.com : admin :
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ন

ভালুকায় ডেঙ্গু প্রতিরোধে যুবলীগ নেতা সজিবের নেতৃত্বে মশারি বিতরণসহ বিভিন্ন কর্মসূচী পালিত…

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩০ বার পঠিত

শিপন রানা ভালুকা প্রতিনিধিঃ
৭ সেপ্টেম্বর ২০২৩ ইং জানা যায় ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে ভালুকা উপজেলা যুবলীগ নেতা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধার সন্তান শাহরিয়ার হক সজিবের নেতৃত্বে মশক নিধন কার্যক্রম ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা,সাধারণ জনগণের মাঝে সচেতনতা মূলক লিফলেট ও মশারী বিতরণ করেন এবং মশক নিধনের ঔষধ ছিটানো হয়।

বৃহস্পতিবার বিকালে উপজেলা যুবলীগ নেতা শাহরিয়ার হক সজিবের উদ্যেগে পৌরসভার বিভিন্ন স্থানে এই কর্মসূচি হয়। এ সময় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশ, ভালুকা বাজার, সাবরেজিস্ট্রি অফিস, পাঁচ রাস্তার মোড়, গফরগাঁও রোড, উপজেলা পরিষদ চত্বরে মশক নিধনের ঔষধ ছিটানো ও ছিন্নমূল মানুষের মাঝে একশত মশারি বিতরণ করা হয়।

বীর মুক্তিযোদ্ধার সন্তান শাহরিয়ার হক সজিব বলেন, কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় ভালুকা পৌরসভার ময়লাযুক্ত স্থানে মশক নিধনের ঔষধ ছিটানো, লিফলেট বিতরণ ও ছিন্নমুল মানুষের মাঝে মশারি বিতরণ করা হয়েছে। সবার সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব। তাই সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক বর্তমান দেশ সংবাদ
Theme Customized By Shakil IT Park