স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ভালুকায় তীব্র তাপপ্রবাহে কারণে সাধারণ পথচারী বাজার ব্যবসায়ীদের জন্য সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
বুধবার (০২ মে) সকালে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাহুল সাচ্চু ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর নির্দেশে ভালুকা পৌর সদর এলাকায় তীব্র গরমে গাড়ি চালক, সাধারণ পথচারী ও নানান শ্রেণিপেশার মানুষের এক হাজার খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকির হোসেন শিবলী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সানা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি রাজিব হোসেন ঝুটন,যুগ্ম সাধারণ সম্পাদক হারুন খুররম,মিজানুর রহমান রুবেল, মিদুল হাসান শিপন, ইমরান হোসেন, জহিরুল ইসলাম, মুস্তাফিজুর রহমান সুমন, নাঈম, তারেক,পলাশ সহ সেচ্ছাসেবক লীগের নেতা কর্মী এসময় উপস্থিত ছিলেন।
এসময় উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকির হোসেন শিবলী বলেন, এ পথচারী সাধারণ মানুষ ও সর্বসাধারণের নানান শ্রেনীপেশার মানুষের জন্য আমাদের এই কর্মসূচি চলমান থাকবে।
এদিকে উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সম্পাদক আসাদুজ্জামান সানা বলেন
ময়মনসিংহ কৃতি সন্তান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাহুল সাচ্চু ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর নির্দেশে ও
উত্তম চক্রবর্তী রকেট দাদা তানজির আহমেদ রাজিব ভাইয়ের পরামর্শে বিগত সময় প্রাকৃতিক দুর্যোগে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ পাশে থেকেছে, বতর্মানে সারা দেশব্যাপী তীব্র গরম তাপপ্রবাহে কারণে সর্ব জনসাধারণের জন্য সাধারণ পথচারী মানুষের মাঝে খাবার স্যালাইন ও সুপেয় খাবার পানি বিতরণ করি এবং উপজেলার স্বেচ্ছাসেবক লীগ সব সময় পাশে থাকবে।