সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে দেশীয় অস্রসহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, ২৭ ফেব্রুয়ারী ভালুকা থানা এলাকায় মাদক উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল অভিযান পরিচালনা সময় ভালুকা বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থানকালে রাত অনুমান ০০.২৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারে যে, ভালুকা খানাধীন ভরাডোবা নিশিন্দা সাকিনস্থ ঢাকা টু ময়মনসিংহ গামী মহাসড়কের পশ্চিমপাশে শিল্প পুলিশ লাইন্স এর মহাসড়কের উপর একদল ডাকাত একটি FOTON ACI Motors মিনি ট্রাক গাড়ীসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। উক্ত সংবাদ প্রান্তীর পর অফিসার ইনচার্জ সাহেবকে অবগত করিয়া ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য, রাত-০০.৪৫ ঘটিকার সময় ভালুকা থানাধীন ভরাডোবা নিশিন্দ্য সাকিনস্থ ঢাকা টু ময়মনসিংহ গামী মহাসড়কের পশ্চিমপাশে শিল্প পুলিশ লাইন্স এর সামনে মহাসড়কের উপর উপস্থিত হইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া দৌড়াইয়া পালাইয়া যাওয়ার সময় উল্লেখিত আসামী মোঃ সুমন হোসেন (৩০), মোঃ শাহ আলম (২৩), মোঃ মিজানুর রহমান (২০) ও মোঃ সাব্বির হোসেন (২০)গনদের সংগীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় ধৃত করেন এবং অজ্ঞাত নামা আরো ৫/৬ আসামী দৌড়াইয়া পালাইয়া যায়। তাদের কাছ থেকে আসামীদের ডাকাতির কাজে ব্যবহৃত০২ (দুই)টি রামদা, কাঠের বাটসহ ব্রাদা অনুমান ২৪ ইঞ্চি, ০২(দুই)টি তালা কাটার কাজে ব্যবহৃত কাটার অনুমান অনুমান ১১ ইঞ্চি, ০২(দুই)টি চা-পাতি, লম্বা অনুমান ০৯ ইঞ্চি, ০৩ (তিন)টি লোহার রড, প্রতিটি লম্বা অনুমান ৩০ ইঞ্চি, ০২ (দুই)টি স্টালের চাকু, একটি নীল রংয়ের FOTON ACI Motors মিনি ট্রাক, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-১২-৫১১৮, যাহার ইঞ্জিন নং- 2408500110000, চেসিস নং-*LVAV2JVB6PE238665* উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করেন।
আসামীদের জিজ্ঞাসাবাদ করিলে উপরে উল্লেখিত নাম ঠিকানা প্রকাশ করে এবং অজ্ঞাতনামা ডাকাতদের নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করিলে তাহাদের নাম ঠিকানা জানে না বলিয়া জানায়। আসামীগন আরো জানায় যে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলরত বাসের যাত্রীদের নিকট হইতে নগদ টাকা পয়সা, স্বর্ন অলংকার এবং গরুবাহী ট্রাক হইতে গরু ডাকাতি করার লক্ষে তাহাদের নিকট থাকা মিনি ট্রাক দিয়ে রাস্তা বন্ধ করিয়া ডাকাতি করার জন্য প্রস্তুতি গ্রহন করিতে ছিল বলিয়া স্বীকার করে। ধৃত আসামী ও অজ্ঞাতনামা আসামীরা ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রে শস্ত্র নিয়া সমবেত হইয়া ডাকাতি প্রস্তুতি নেওয়ায় পেনাল কোড আইনের ৩৯৯/৪০২ ধারা অপরাধ করায় তাহাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়। ঘটনাস্থল সহ আশ পাশ এলাকায় অজ্ঞাতনামা ডাকাতদের নাম ঠিকানা সংগ্রহ ও গ্রেফতারের লক্ষে অভিযান পরিচালনা করা হবে বলে জানা গেছে