সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় শুক্রবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা।
বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে ভালুকা রায় বাড়িস্থ কেন্দ্রীয় পূজা মণ্ডপে গিয়ে দেখা যায় শেষ সময়ে প্রতিমাগুলো রাঙিয়ে তুলতে ব্যস্ত সময় পার করছে মূর্তি কারিগররা। রং তুলির আঁচড়ে প্রতিমাকে ফুটিয়ে তুলতে কাজ চলছে। সরকার বাড়ি সার্বজনীন পূজা মন্দিরের সকল কাজ শেষ হয়েছে।
চলছে ডেকোরেশনসহ অনান্য সাজসজ্জা যেন দম ফেলার ফুরসৎ নাই কারো।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা উপজেলায় এবার ৬৭ টি পূজা মণ্ডপে এবার দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।
এ দিকে বিপণিবিতান গুলোতে নতুন জামা, শাড়ি, জুতা, স্যান্ডেল, পাঞ্জাবি কিনতে ভিড় জামাচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভালুকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক বীরেন রায় জানান, ভালুকা পৌরসভাসহ ১১টি ইউনিয়নে এবার ৬৭ টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন জানান, পুলিশের পক্ষ থেকে উপজেলার দুর্গাপূজার এই সার্বজনীন উৎসবে আইন শৃংখলা ঠিক রাখতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। সশস্ত্র পুলিশ প্রহরা ছাড়াও সাদা পোষাকে পুলিশ নিয়োজিত থাকবে। মণ্ডপে মণ্ডপে আনসার ও পুলিশ মোতায়েন থাকবে। উপজেলার সবগুলো মণ্ডপগুলোকে সিসি ক্যামেরার আওতায় এনে নিরাপত্তার ব্যাবস্থা করা হয়েছে।