বিশেষ প্রতিনিধিঃ সাইফুল ইসলাম
ময়মনসিংহের ভালুকায় বিশ্ব নদী দিবস উপলক্ষে র্যালি ও মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)ভালুকার আঞ্চলিক শাখা। মানববন্ধনের স্লোগান ছিলো ‘বাংলাদেশের নদী বাংলাদেশের প্রাণ, দেশ বাঁচাতে নদী,নদী বাঁচান’।নদী দিবসের আহবান, দখল ও দূষণের হাত থেকে ভালুকার খীরু ও সুতিয়া নদী বাঁচান।
বরিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ভালুকা প্রেসক্লাব মিলনায়তন থেকে একটি র্যালি বের হয়ে ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা আঞ্চলিক শাখার আহ্বায়ক শাহ মোহাম্মদ আশরাফুল হক জর্জের সভাপতিত্বে বাপার সদস্য সচিব কামরুল হাসান পাঠান কামালের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান প্রমুখ।