সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় বীর মুক্তিযোদ্ধা,গণ্যমান্য ব্যক্তিবর্গ জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী ।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ,পৌর ডাঃ মেয়র মেজবাহ উদ্দিন কাইয়ুম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,উপজেলা ভূমি সহকারি সোমাইয়া আক্তার,মডেল থানার অফিসার ইনচার্জ শাহ-কামাল আকন্দ সহ বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগন বক্তব্য রাখেন।