ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধিঃ- নারী ও শিশু ধর্ষণ প্রতিরোধে এবং মাদক দমনের লক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে ভালুকা গফরগাঁও সড়কে আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী সোসাইটি ভালুকা উপজেলা শাখা ও বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদ ভালুকা উপজেলা শাখার উদ্যোগে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন,বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদ ময়মনসিংহ বিভাগের সভাপতি কে এম জসিম উদ্দিন,প্রচার সম্পাদক পারভেজ সাজ্জাত আহমেদ,অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেল, বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদ ভালুকা শাখার সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া। এসময় আরও উপস্থিত ছিলেন,বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদ বিভাগীয় কমিটির সদস্য আঃ রশিদ,বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদ জেলা শাখার সদস্য হোসাইন আহমেদ সবুজ, বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদ ভালুকা শাখার সহ সভাপতি বাচ্চু মিয়া,সহ-নারী ও শিশু বিষয়ক সম্পাদক আমিনা আক্তার,সদস্য মাহাবুল ইসলাম, বদিউজ্জামান, আশরাফুল ইসলাম সহ আরও অনেকে।