বিশেষ প্রতিনিধিঃ সাইফুল ইসলাম
ময়মনসিংহের ভালুকায় পারিবারিক বিরোধের জেরে রাতের আধারে নির্মানাধীন সিমানা প্রাচীর ভাংচুরের অভিযোগ উঠেছে একটি পরিবারের বিরুদ্ধে। সরেজমিন ও অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার বিরুনীয়া গ্রামের মৃত চান্দে আলী শেখের ছেলে মোহাম্মদ আলী ১৩৫৭ দাগে পৈত্রিক সূত্রে প্রাপ্ত ১৬ শতক জমিতে বসত বাড়ী নির্মান করে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছিলো। কিন্তু কিছুদিন যাবৎ তারই ভাই মোঃ মোস্তফা শেখ ও তার স্ত্রী সন্তানরা মিলে মোহাম্মদ আলীর জমি জবররদখলের পায়তারা করে আসছে। ঘটনার দিন ১১ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে মোহাম্মদ আলী শেখের নির্মানাধীন সিমানাপ্রাচীর ভাংচুর করে মোস্তফা শেখ ও তার স্ত্রী। পরে মোহাম্মদ আলী ৯৯৯ নাম্বারে কল দিলে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পায়। মোহাম্মদ আলী বলেন, মোস্তফা শেখ ও তার স্ত্রী সন্তানরা আমার জমি জোরপূর্বক জবরদখলের পায়তারা করছে,তাদের কয়েকটা গাছ আমার ঘরের চালের উপর থাকায় আমি গাছ গুলো কেটে নিতে বললে উল্টো তারা আমাকে হুমকি দিয়ে আসছে। আমি আমার জমিতে সিমানাপ্রাচীর নির্মান করছি কিন্তু সোমবার গভির রাতে মোস্তফার স্ত্রী রাশিদা এসে আমাদের নির্মানাধীন ভাংচুর করে আমার অন্তত ৫০ হাজার টাকা ক্ষতি সাধন করিয়াছে। আমি এমন জঘন্য ঘটনার বিচার দাবী করছি। পরে ১২ সেপ্টেম্বর সকালে মোহাম্মদ আলী বাদী হয়ে মোস্তফা শেখ (৬০),রাশিদা বেগম (৫৫),জাকির হোসেন (৩৬) কে আসামি করে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।