ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় চাঁদার টাকা না দেওয়ায় খুন জখমের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে ভালুকার সেভেন স্টার চাইনিজ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন আশিকুর রহমান রিগান ও হাসিব মিয়া।
তারা জানান, স্থানীয় কয়েকজনের পতিত জমি লিজ নিয়ে পুকুর নির্মাণ করে তা ফিসারির কাজের উপযুক্ত করতে মাটি কাটার সময় যুবলীগ নেতা হোসেন মিয়া, বিল্লাল মিয়া ও বিএনপি নেতা মকবুল মিয়া বাঁধা দেন। এসময় তারা পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে মাটি কাটতে দিবেনা বলে হুমকি দেয়। চাঁদা দিতে অস্বীকার করলে রিগান কে খুন জখমের হুমকি দেন। জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান ভুক্তভোগী রিগান।এ ঘটনায় মামলার প্রস্তুতিও চলছে বলে জানিয়েছেন তিনি।