ময়মনসিংহ ভালুকায় নবগঠিত পৌর সেচ্ছাসেবক লীগের আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পৌর সেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির সভাপতি এস এম মহসিন শাওন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফেরদৌসের নেতৃত্বে ভালুকা - গফরগাও সড়কের উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের সামনে থেকে একটি আনন্দ র্যালী বেড় হয়ে ঢাকা - ময়মনসিংহ মহাসড়ক সহ পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ভালুকা বাসস্ট্যান্ড সংলগ্ন ওয়াহেদ টাওয়ারের সামনে গিয়ে মিলিত হয়।
পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি এস এম মহসিন শাওন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফেরদৌস। এসময় পৌর সেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।