ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি:
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে যান চলাচল স্বাভাবিক রাখতে ময়মনসিংহের ভালুকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে থাকা সকল অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। ভরাডোবা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এই অংশ যানযট মুক্ত রেখে ঘরমুখো মানুষের চলাচল নির্বিঘ্ন করতেই আমাদের উচ্ছেদ অভিযান। মানুষের কষ্ট লাঘবে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এসময় সার্বিক সহযোগিতায় ছিলেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শামছুল হুদা খান।