সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে "বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ি, নিজেকে গড়ী" এর বাস্তবায়ন কার্যক্রমের উদ্ভোধন করা হয়েছে।
বুধবার সকালে ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ। জাতির পিতার চেতনাকে জাগ্রত করণে জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান উদ্ভাবনী উদ্যোগে এর আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন হালিমুনন্নেছা চৌধুরানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বই পড়ার মাধ্যমে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী সম্পর্কে জ্ঞান অর্জনের নানা নির্দেশনা দেওয়া হয়।