সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় বিরুনিয়া বাজার নিলামের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
সোমবার ভালুকা নির্বাহী কর্মকর্তা আলীনূর খানের উপস্থিতিতে ওই নিলামের কার্যক্রম সম্পন্ন হয়। এসময় নিলাম ডাকের প্রতিদ্বন্দ্বীদের মাঝে উপজেলার মাহমুদপুর এলাকার মৃত মুন্তাজ উদ্দীনের ছেলে বদরুল আলম রতন সর্বোচ্চ ডাক ৬১ লাখ টাকা হাকেন। যার ২৫% ভ্যাট ও ট্যাক্সসহ মোট নিলাম নির্ধারণ হয় ৭৬ লাখ ২৫ হাজার টাকা।
ওই নিলাম কার্যকর থাকবে আগামী বায়ান্ন বাজার পর্যন্ত।