বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও উপজেলা বিএনপির আহবায়ক, সাবেক সভাপতি ফখরউদ্দিন আহমেদ বাচ্চু এর সভাপতিত্বে রবিবার (০১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক রুহুল আমিন মাসুদ, মজিবুর রহমান মজু, মো: গোলজার হোসেন, অ্যাডভোকেট ওসমান গনি মল্লিক মাখন, সাখাওয়াত হোসেন পাঠান, আব্দুল্লাহ আল মামুন খালেক পাঠান, আনোয়ার হোসেন, পৌর বিএনপির সিনি. যুগ্ন আহবায়ক সামসুদ্দিন আহমেদ, আহসান উল্লাহ খান রুবেল, ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোজাম্মেল হক বকুল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল বাশার মন্ডল ও সদস্য সচিব মাহাবুবুল আলম কামরুল, যুবদল নেতা তাজমুল হোসেন মন্ডল, মতিউর রহমান মিল্টন, মাসুদ রানা, উপজেলা কৃষকদলের আহবায়ক তারিকুল ইসলাম তারু, সদস্য সচিব মেজবাহ উদ্দিন মাসুদ, পৌর কৃষকদলের আহবায়ক খায়রুল ইসলাম, সদস্য সচিব তোফায়েল আহমেদ টুটুল, পৌর শ্রমিকদলের সভাপতি আমিনুল ইসলাম, সিনিয়র যুগ্ন সম্পাদক মাহমুদুল হাসান মিন্টু, পৌর ছাত্রদলের আহবায়ক মিয়াদ খান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক কায়েস হাসান, সোনার বাংলা ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনা শেষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর রুহের মাগফেরাত, সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা ও সাম্প্রতিক বন্যা ও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় ও আহতদের সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা, পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।