সাইফুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
বিট পুলিশিং বাড়ি,নিরাপদ সমাজ গড়ি প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় বিট পুলিশিং উঠান বৈঠক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার রাজৈ ইউনিয়ন বিট পুলিশিং কার্যালয়ে এক সচেতনামূলক আলোচনা সভা বিট পুলিশং ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
রাজৈ ইউপি চেয়ারম্যান নরুল ইসলাম বাদশা এর সভাপতিত্বে বক্তব্য রাখতে রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী নূর খান,তিনি বক্তব্য বলেন জন্ম-মৃত্যু নিবন্ধন গতিশীল করা, সর্বজনীন পেনশন স্কীম অবহিতকরণ,বাল্যবিবাহ রোধ,এবং অভিভাবকদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েরা কোথায় কখন কি করছে সবসময় তাদের কে চোখে চোখে রাখা তারাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ।
এসময় উঠান বৈঠকে অপরাধ নিয়ন্ত্রনে স্থানীয়দের ভুমিকা শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন ভালুকা মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ। এসময় তিনি বলেন নিরাপদ সমাজ গড়তে চুরি ছিনতাই,মাদক,জুয়া ও বাল্যবিবাহ রোধে সকলের সহযোগিতা কামনা করেন।তিনি আরো বলেন সব ধরনের অপরাধ কর্মকাণ্ড দমনে পুলিশ কাজ করে যাচ্ছে। অপরাধ মুক্ত সমাজ গঠনে তথ্য দিয়ে পুলিশের কাজে সবাই সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা সুলতানা মুন্নি,পরিবার পরিকল্পনা পরিদর্শক, ইউনিয়ন স্বাস্থ্য সহকারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ প্রমুখ। স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও রাজৈ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ,গ্রাম পুলিশ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অন্যান্যরা উপস্থিত ছিলেন।