সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ বিট পুলিশিং বাড়ি,নিরাপদ সমাজ গড়ি প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় বিট পুলিশিং কার্যালয়ের উঠান বৈঠক করে সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ভালুকা মডেল মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ।
রবিবার বিকেলে উপজেলার ভালুকা ইউনিয়ন বিট পুলিশিং কার্যালয়ে বাশিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিট পুলিশিং এর আয়োজনে ভালুকা মডেল থানা পুলিশের উদ্যোগে এক সচেতনামূলক আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে অপরাধ নিয়ন্ত্রনে স্থানীয়দের ভুমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কামাল আকন্দ। এসময় তিনি আরো বলেন তিনি নিরাপদ সমাজ গড়তে চুরি ছিনতাই, মাদক,জুয়া ও বাল্যবিবাহ রোধে সকলের সহযোগিতা কামনা করেন।তিনি আরো বলেন সব ধরনের অপরাধ কর্মকাণ্ড দমনে পুলিশ কাজ করে যাচ্ছে। অপরাধ মুক্ত সমাজ গঠনে তথ্য দিয়ে পুলিশের কাজে সবাই সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ৬ নং ভালুকা ইউপি চেয়ারম্যান শিহাব আমিন খান, বীর মুক্তিযোদ্ধার সন্তান নারী নেত্রী মাহমুদা সুলতানা মুন্নি, উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক খোকন হোসেন ঢালী, ভালুকা ইউনিয়নের বিট অফিসার এস আই চন্দন প্রমুখ।
আলোচনা সভায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও ভালুকা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ,গ্রাম পুলিশ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।