1. admin@dailybartomandeshsongbad.com : admin :
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন

ভালুকায় বিদ্যুতের তার চোর চক্রের ২ সদস্য আটক, বিপুল পরিমান তার জব্দ

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৬১ বার পঠিত

সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় ট্রান্সফরমার,বন্ধ ফ্যাক্টরির জেনারেটর ও বিদ্যুতের তার চোর চক্রের ২ সক্রিয় সদস্যকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

শনিবার (২৩ মার্চ) সকালে সাংবাদিকদের এই তথ্য জানায় পুলিশ। শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাঠালী এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার লালচাঁন বাবু (২৬) ও ইব্রাহিম (২২) নামে দুই সদস্যকে আটক করে পুলিশ।

 

ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান এক গোপন সংবাদ ভিত্তিতে এস আই আবুল কালাম আজাদের নেতৃত্বে এস আই নুর কাশেম,এস আই মঞ্জুরুল, এএস আই রিপন সঙ্গীও ফোর্স সহ  রাতে অভিযান পরিচালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় বিপুল পরিমান তার ও চুরির কাজে ব্যবহৃত যন্ত্রাংশ জব্দ করা হয়।ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মো: জাহাঙ্গীর আলম জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরেই উপজেলায় বিদ্যুতের ট্রান্সফরমার,বন্ধ ফ্যাক্টরির জেনারেটর ও বিদ্যুতের তার চুরি করে আসছে। আটককৃতদের নিয়মিত মামলায় কোর্টে চালান দেয়া হচ্ছে বলে জানান তিনি। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

 

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক বর্তমান দেশ সংবাদ
Theme Customized By Shakil IT Park