সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় বিরুনিয়া18টি পুজা মন্ড এলাকাসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছন ইউপি চেয়ারম্যান ছামছুল হোসাইন।
সোমবার বিকেলে ভালুকা উপজেলার বিরুনীয়া ইউপি চেয়ারম্যান ছামছুল হোসাইন পরিদর্শনের সময় পূঁজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন । এসময় প্রতিটি পূজা মন্ডপে আর্থিক প্রধান করেন ইউপি চেয়ারম্যান ছামছুল হোসাইন।
এসময় তিনি পূজা মন্ডম গুলো দেখতে আাসা জনসাধারণের কথা চিন্তা করে আইনশৃঙ্খলা বাহিনীদের নানা পরামর্শ দেন। তিনি বলেন ধর্ম যার যার উৎসব সবার আপনাদের কাছে থেকে আনন্দ ভাগাভাগি নিতে এসেছি। তিনি বলেন শারদীয় দূগাপূজা উদযাপন উপলক্ষে আপনাদের পাশে রাত দিন সজাগ থাকব।
এসময় উপস্থিত ছিলেন বিরুনীয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার আনোয়ারা বেগম,ইউপি সদস্য জৈন উদ্দিন,ইউপি সদস্য সুরুজ,ইউপি সদস্য মোখলেছুর রহমান,ইউপি সদস্য মজনু শেখ,সংরক্ষিত নারী মেম্বার স্বর্ণা আক্তার, ইউপি সদস্য আজিজুল হক, ইউপি সদস্য ইমরান ,ইউপি সদস্য লাল মিয়া সহ অন্যান্যরা।