সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
বাহিরে বের হওয়া নাগরিকদের জরুরি প্রয়োজনে প্রকৃতির ডাক চেপে রাখতে হয় বেশিরভাগ ক্ষেত্রেই। নারীদের অবস্থা আরো শোচনীয়। কিছু স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট তৈরী হলেও তার যথার্থ ব্যবহার না হওয়ায় নানা সমস্যায় ভোগতে হয় তাদের। ময়মনসিংহের ভালুকার বিরুনীয়া বাজারের পাবলিক টয়লেটের চিত্র এটি। পাবলিক টয়লেট থাকলেও ঝুঁকিপূর্ণ হওয়ায় তা ব্যবহার করা হচ্ছে না। শুধু টয়লেটই নয় এই বাজারের একটি মার্কেটও রয়েছে ঝুকিপূর্ণ যার ফলে ব্যবহার করা হয়না কোনো কাজে। একই চিত্র বাজারের প্রধান সড়ক আর একটি বিশ্রামাগারেরও। এসকল সমস্যার কারণে চলাচলের যেমন অসুবিধা হচ্ছে তেমন পরিত্যক্ত টয়লেট থেকে ছড়াচ্ছে রোগ-জীবাণু।
এসকল সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দাবী জানিয়েছে স্থানীয় ইউপি সদস্যসহ সচেতন মহল।
বাজারের ইজারাদার বলছেন ঐতিহ্যবাহী পুরোনো এই বাজারের সমস্যাগুলো সমাধান হলে ব্যবসায়ীরা ভালোভাবে কাজ করতে পারবে। আর এগুলো দ্রুত সমাধানের জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবিও জানিয়েছেন তিনি।
এসময় বিরুনীয়া বাজার পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিরুনীয়া ইউ চেয়ারম্যান ছামছুল হোসাইন,বিরুনীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা নূরুল হক মাস্টার,বিরুনীয়া বাজার ইজারাদার তুষার মিয়া,মোঃ ফারুক খান উজ্জ্বল, বীর মুক্তিযোদ্ধার সন্তান ডাঃ কামরুল হাসান সহ আরো অনেকেই।