বিশেষ প্রতিনিধিঃ সাইফুল ইসলাম
ময়মনসিংহের ভালুকায় বিরুনীয়া কংশেরকুলের এলজিডির২০০ মিটার পাকা রাস্তা ভেঙ্গে সুতিয়া নদীতে ধষে পরে,এবং কয়েকটি বসত বাড়ীও হুমকির সম্মুখীন হয়েছে। সাধারণ যানবাহন চলাচল বন্ধ এবং জন জীবন ভোগান্তিতে হতে হচ্ছে। খবর পেয়ে শুক্রবার সকালে উপজেলা বিরুনীয়া কংশেরকুলের এলজিডির পাকা রাস্তা পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু,উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ,উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ,বিরুনীয়া ইউপি চেয়ারম্যান ছামছুল হোসাইন। পরিদর্শন কালে সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু বলেন অতি ভারী বৃষ্টি করণে ও রাস্তার পশ্চিম পাশে পানি জমে থাকা পানি চুওয়াইয়ে মাটি নরম হওয়ার কারণে ২০০মিটার পাকা রাস্তা ভেঙ্গে সুতিয়া নদীতে ধষে পরে। এ বিষয়ে ময়মনসিংহ এলজিডি প্রধান ও ভালুকার ইঞ্জিনিয়ার কে জানানো হয়েছে।পাকা রাস্তা স্থায়ীভাবে অতি দূরত্ব মেরামত করা হবে জানান তিনি।
এসময় বিরুনীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক,বিরুনীয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শহীদ আকন্দ,বিরুনীয়া ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সভাপতি শারফিন মোল্লা,বিরুনীয়া ইউনিয়নের যুবলীগ ফারুক খান উজ্জ্বল সহ স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।