সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সন্তান মাহমুদুল হক সোহাগের উদ্যোগে তিনশত পরিবার দুস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে নিজস্ব আওয়ামী লীগ অফিস কার্যালয়ের সামনে বীর মুক্তিযোদ্ধা সন্তান আলহাজ্ব মাহমুদুল হক সোহাগ এর উদ্যোগে ৩০০ শত দুস্থ ও অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় আলহাজ্ব মাহমুদুল হক সোহাগ বলেন আমার বাবা দেশ স্বাধীন করেছে উনার আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। তিনি আরও বলেন দুস্থ গরীব ও অসহায় পরিবারের পাশে থেকে তাদের সেবা দিয়ে যাব।
তিনি বলেন যারা দেশের জন্য জীবন দিয়েছে আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সকল শহীদদের বিনম্র শ্রদ্ধা জানাই।