সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে থানার অফিসার ও ফোর্সদের সাথে আইন শৃংখলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ভালুকা মডেল থানার আয়োজনে মডেল থানার চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহ জেলা মাননীয় পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূইঁয়া ভালুকা মডেল থানায় গমন করেন। এবং সকল অফিসার ফোর্সদের কল্যাণে তাদের সাথে এক মতবিনিময় করেন।
এসময় অফিসার ফোর্সদের কথা সরাসরি শ্রবণ করেন এবং সমাধানের আশ্বাস দেন।পুলিশ সুপারকে সামনাসামনি পেয়ে এবং তাদের মনের কথা খুলে বলতে পারায় অফিসার ফোর্স অনেক আনন্দিত।
এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গফরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন, ভালুকা মডেল থানার ওসি মোঃ শাহ কামাল আকন্দ, ওসি তদন্ত জাহাঙ্গীর আলম, সেকেন্ড অফিসার এস আই বিকাশ চন্দ্র সরকার, সকল থানার অফিসার গন উপস্থিত ছিলেন।
পরে ভালুকা মডেল থানার সকল অফিসার গন জেলা পুলিশ সুপার স্যারের বিভিন্ন বিষয়ে নিয়ে মন খুলে কথা বলতে পেরে মাননীয় পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূইঁয়া স্যারের কাছে মডেল থানার সকল অফিসার গন কৃতজ্ঞতা প্রকাশ করেন।