সাইফুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ভালুকায় মসজিদ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করায় সৃজন দাস নামে গ্রেপ্তার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
শনিবার রাতে ভালুকা পৌর সদরের ডিগ্রি সরকারি কলেজ এলাকায় একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান সৃজন নামে ফেসবুক আইডি থেকে হামিদ কারীর মসজিদে দান করলে সব টাকা হারাম এর চেয়ে গাঙ্গিনার পাড় দান করলে উত্তম”এমন একটি কমেন্ট করলে তাৎক্ষণিক ভাবে বিভিন্ন ফেইজবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে ভালুকা মডেল থানা পুলিশের নজরে আসে।
পরে তাকে ভালুকা পৌর সদরের ডিগ্রী সরকারি কলেজ এলাকায় একটি বাসা থেকে এস আই সামিউল সঙ্গীও ফোর্সসহ তাকে গ্রেফতার করা হয়। পুলিশ। সকালে আসামি নিঝন দাস কে সাইবার নিরাপত্তা আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।