সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বসা অবৈধ দুই শতাধিক কাঁচা বাজার মল দোকান উচ্ছেদ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ভালুকা মডেল থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ,ট্রাফিক পুলিশ যৌথ অভিযানে উপজেলার হবিরবাড়ী স্কয়ার মাস্টার বাড়ি এলাকায় মহাসড়কের পাশে বসা অবৈধ কাঁচা বাজার মল দোকানগুলো উচ্ছেদ করা হয়।
ভালুকা মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ জানান, মহাসড়কের দুই পাশ বেশ গুরুত্বপূর্ণ। রাজধানীসহ দেশে বিভিন্ন স্থান থেকে ঈদে ঘরমুখো মানুষ এ মহাসড়ক দিয়ে যাতায়াত করে থাকেন। ঈদে মহাসড়ক দিয়ে নির্বিঘ্নে যেন গাড়ি চলাচল করতে পারে তাই মহাসড়কের দুই পাশ থেকে দোকান, অবৈধ পার্কিং, কাঁচাবাজার উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি নতুন করে দোকান যেন সড়কে বসতে না পারে সেই ব্যবস্থাও নেওয়া হয়েছে। ঈদের আগ পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।