ভালুকা(ময়মনসিংহ) সংবাদদাতাঃ- ময়মনসিংহের ভালুকায় উপজেলা শ্রমিকদল সভাপতি আলহাজ্ব সৌমিক হাসান সোহাগের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা শ্রমিকদলের নেতৃবৃন্দ সেভেন স্টার চাইনিজ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করে।
শ্রমিকদল নেতা মো. শরিফ লিখিত বক্তব্য পাঠ করে বলেন, হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুনের সহযোগী যুবলীগ নেতা আবদুল্লাহ বিন মনির (সোহাগ) মাস্টারবাড়ী এলাকার বাস কাউন্টার থেকে গাড়ি প্রতি ৩০০ টাকা চাঁদা উত্তোলন করতো।
পরে স্থানীয় নেতৃবৃন্দ উপজেলা শ্রমিকদল সভাপতি সৌমিক হাসানকে বিষয়টি অবগত করলে সৌমিক হাসান সোহাগ চাঁদাবাজি বন্ধ করতে নির্দেশ দিলে আমরা প্রত্যেকটি বাস কাউন্টার সহ সিএনজি ও অটো স্ট্যান্ডে চাঁদাবাজি বন্ধ করতে প্রচারনা চালাই। ওই সময় আবদুল্লাহ বিন মনির (সোহাগ) তার লোকজন দিয়ে আমাদের লেকের উপর হামলা করে। এ ঘটনায় আমরা ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।
তার পর থেকে চাঁদা তুলতে না পেরে আবদুল্লাহ বিন মনির (সোহাগ) শ্রমিকদল সভাপতির বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারই অংশ হিসেবে তারা বিএনপি ও শ্রমিকদলের ভাবমূর্তি ক্ষুন্ন করতে মিথ্যা ও বানোয়াট মানববন্ধন করেছে। আমরা শ্রমিকদল আওয়ামী দোসর আবদুল্লাহ বিন মনিরের ষড়যন্ত্রের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।