বিশেষ প্রতিনিধিঃ সাইফুল ইসলাম
ময়মনসিংহের ভালুকায় মেদিলা আস্তানাশরিফ হযরত খাজা শাহ্ সুফি মৌঃ গওহার আলী আল-চিশতী নিজামী বাঃ পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ভালুকা উপজেলার মেদিলা আস্তানা শরীফ হযরত খাজা শাহ্ সুফি মৌঃ গওহার আলী আল-চিশতী নিজামী বাঃপবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, পৌর মেয়র ডাঃ এ.কে.এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শওকত আলী,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা যুব লীগের সিনিয়র সহ সভাপতি কামরুজ্জামান পিন্টু, বিরুনীয়া ইউনিয়ন যুব লীগের সাবেক সভাপতি ওমর ফারুক,সহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও পবিত্র ওরশ মোবারক এর আশেক আন জাকের আন ভক্তবিন্দু এসময় উপস্থিত ছিলেন।