সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ
র্যালী ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
১১ নভেম্বর শনিবার বিকেলে ৪টায় পৌর যুবলীগের সভাপতি আলমগীর হোসেন সুহেল এর নেতৃত্বে ভালুকা সরকারি ডিগ্রী কলেজের সামনে থেকে একটি আনন্দ র্যালী ও উন্নয়ন শোভাযাত্রা বের হয়ে ঢাকা ময়মনসিংহ মহা সড়ক প্রদক্ষিণ করে ভালুকা বাসস্ট্যান্ড চত্বরে এসে আলোচনায় সভায় মিলিত হয়।
এসময় সভায় পৌর যুবলীগের সভাপতি আলমগীর হোসেন সোহেল পৌরসভার প্রতিটি ওয়ার্ড ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিশাল বিশাল শোভাযাত্রা নিয়ে আনন্দ শোভা যাত্রায় মিলিত হয়।এবং হাজার হাজার নেতাকর্মী শোভা যাত্রায় অংশ গ্রহণ করাই নেতা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধু ও যুবলীগের প্রতিষ্ঠাতা সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।পরে ৫১ পাউন্ড ওজনের বিশাল একটি কেক কেটে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম জন্মদিন পালন করেন।
এসময় উপজেলা বিরুনীয়া ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ভবিষ্যৎ কর্ণধার পৌর যুবলীগের সংগ্রামী সভাপতি আলমগীর হোসেন,মল্লিকবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক শ্রী বজেন চন্দ্র দাস, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সোহেল রানা,পরিবহন শ্রমিক লীগের সাধারন সম্পাদক মকবুল হোসেন উপজেলা তাতী লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহম্মেদ,ভালুকা উপজেলা যুবলীগের সন্মানিত সদস্য শাহরিয়ার হক রাহাত,উপজেলা যুবলীগের অন্যতম যুবনেতা ফারুক মন্ডল,নাদিম ফরহাদ রনি,সালাউদ্দিন,মেহেদী হাসান রুবেল,আরিফুর রহমান আপু,বিল্লাল মুন্সি,আসাদুল ইসলাম আশু,বাবু পয়েল নাহা,আরিফুল ইসলাম,রয়েল আহম্মেদ,শরিফ আহম্মেদ কাকন,রাসেল দেওয়ান,পৌর যুবলীগের অন্যতম যুবনেতা জহিরুল হক খান জনি,অন্তু সরকার,ফেরদৌস হাসান,মেহেদী হাসান সুজন,জাকির হোসেন অপু,হারেজ কুমার প্রমুখ সহ আরো অনেকেই অংশ নেন।